ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬৫ জনে। গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা: সানিজদা আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১ জন, কসবা উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে মোট ৫৬৫ জন আক্রান্ত হয়েছেন।
তিনি আরোও জানান, আক্রান্ত ৫৬৫ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৪ জন । এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ১২৩ জনের, এর মধ্যে ৬ হাজার ১১৪ জনের ফলাফল পাওয়া গেছে।
আইসোলেশনে আছেন ৪২২ জন ।ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪২২ জন, ঢাকায় ১৭ জন, কুমিল্লায় ১ জন ও ফেনীতে ১ জন। করোনা পরিস্থিতির জেলায় মারা যায় ৬ জন ।