দিদারুল ইসলাম রাসেল,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)বাজেট ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা মাননীয় ভাইস চ্যান্সেলরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ জুলাই) বেলা ১১ টায় ভাইস চ্যান্সেলর ও বাজেট ব্যবস্থাপনা কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র (ড. রাশিদ আসকারী) সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, অর্থ ও হিসাব পরিচালক (ভারঃ) মোঃ ছিদ্দিক উল্যা এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. নওয়াব আলী খান। সভাপতির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর ড. রাশিদ আসকারী বলেন, বিগত চারটি অর্থ বছরে যে ভাবে স্বচ্ছতার সাথে বিশ্ববিদ্যালয় আর্থিক বিধি-বিধান অনুসরণ করে পরিচালিত হয়েছে। চলতি অর্থ বছরেও (২০২০-২০২১) একই ভাবে পরিচালিত হবে। ট্রেজারার ড. সেলিম তোহা বলেন, বাজেট নীতিমালা অনুসরণ করেই স্বচ্ছতা ও জবাব দিহিতার সাথে সকল কাজ পরিচালিত হবে।