জাকিরুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি : মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ শীর্ষক স্লোগানে মুক্তিযুদ্ধ মঞ্চ সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ করেছেন। তারই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর কর্মীরা । বিকাল ৩ ঘটিকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচির সূচনা করেন শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি মোহাম্মদ শাহপরান ফরাজি । উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সাধারণ সম্পাদক সাহা তুষার, সাংগঠনিক সম্পাদক সিহাব হোসাইন ও বরমি ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চ এর নেতৃবৃন্দ। জানা গেছে তার সাথে থাকা প্রত্যেক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ আঙিনায় বৃক্ষ রোপণ করে এই কর্মসূচি চলমান রাখবে । শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ পক্ষ থেকে বরমী ইনিয়নে আজ ফলজ,বনজ ও ভেষজ চারা রোপন করা হয়। উল্লেখ্য গাছের চারা রোপনের স্থান সমূহ: ১ মসজিদের পার্শে ২ স্কুলের মাঠে মোঃ শাহপরান ফরাজি বলেন, মুক্তিযোদ্ধা মঞ্চ এর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক আহবানে সাড়া দিয়ে আমরা এই কর্মসূচি পালন করছি । তিনি আরো বলেন আমরা শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে শুধু ধারণ করিনা ,লালন-পালনও করি ।ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম নিঃস্বার্থভাবে চলমান থাকবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করাই মুক্তিযুদ্ধ মঞ্চ এর অঙ্গিকার